২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

খোকসায় শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়া প্রতিনিধি:
বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)–এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খোকসা সরকারি কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর খোকসা উপজেলা ও পৌরসভার নয়টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেম্বারগণ একে একে বক্তব্য প্রদান করেন।

স্মৃতিচারণ ও রাজনৈতিক দিকনির্দেশনামূলক আলোচনায় উঠে আসে শহীদ জিয়ার আদর্শ, বাংলাদেশে তার অবদান এবং আজকের প্রেক্ষাপটে তার দর্শনের প্রাসঙ্গিকতা।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জামাল উদ্দিন ও হাফিজুল ইসলাম। আয়োজনে ছিলেন খোকসা পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সভাপতিত্ব করেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী।

বক্তব্যে নেতৃবৃন্দ শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির চলমান আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন। বক্তব্য শেষে শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান অতিথি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী বলেন, “খোকসা পৌর বিএনপির বর্তমান ঘোষিত কমিটি একপাক্ষিক এবং এতে জাতীয়তাবাদী দলের মূলধারার নেতাকর্মীদের কোনো স্থান নেই। বিষয়টি দুঃখজনক এবং পুনর্বিবেচনার দাবি রাখে।”

উক্ত অনুষ্ঠানটি বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং শহীদ জিয়ার আদর্শে এগিয়ে চলার আহ্বান জানিয়েছে বক্তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top