১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ট্রাম্প প্রশাসনের পরমাণু চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন খামেনি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দৃঢ়ভাবে জানিয়েছেন, তার দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দেওয়া নতুন পরমাণু চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম থেকে পিছু হটবে না।

গত শনিবার (৩১ মে) যুক্তরাষ্ট্র ইরানকে একটি লিখিত পরমাণু চুক্তির খসড়া দেয়। প্রস্তাবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার দাবি জানানো হয়, যা শুরু থেকেই তেহরানের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়েছে।

বুধবার (৪ জুন) ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির স্মরণে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে খামেনি বলেন, “মার্কিন প্রস্তাব আমাদের জাতির আত্মনির্ভরতা ও স্বাধীনতা অর্জনের নীতির পরিপন্থী।”

তিনি বলেন, “ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের জ্বালানি নিরাপত্তার ভিত্তি। আমরা স্বাধীন জাতি, আমেরিকার অনুমোদনের অপেক্ষায় বসে থাকব না। এই চুক্তি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের মূল আদর্শের বিরোধী।”

এর আগে মার্কিন প্রতিনিধি দলের প্রধান এবং ট্রাম্প প্রশাসনের দূত স্টিভ উইটকফ এক বিবৃতিতে বলেন, “ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যায়, সেটিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘লাল রেখা’ হিসেবে গণ্য করা হবে।”

খামেনির এই বক্তব্যে স্পষ্ট হলো, ইরান মার্কিন চাপের মুখেও তাদের পরমাণু কর্মসূচি থেকে সরে আসবে না এবং জাতীয় স্বার্থ ও আত্মনির্ভরশীলতার প্রশ্নে কোনো আপস করবে না।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top