নিজস্ব প্রতিনিধি:
যুক্তরাজ্যের লন্ডনে ডরচেস্টার হোটেলে শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ গুরুত্বপূর্ণ বৈঠক। বৃহস্পতিবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ১টায় লন্ডনের কিংস্টন এলাকার নিজ বাসা থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠকে শুধু ড. ইউনূস ও তারেক রহমান উপস্থিত থাকবেন—কোনো পক্ষের অন্য কেউ অংশ নিচ্ছেন না।
তারেক রহমানকে হোটেলে যাওয়ার সময় সঙ্গ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, “এই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে অংশ নিচ্ছেন। দেশের বর্তমান রাজনীতি, নির্বাচনকালীন রোডম্যাপ এবং সাংবিধানিক সংস্কারসহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে প্রত্যাশা।”
উল্লেখ্য, চলমান রাজনৈতিক অচলাবস্থা ও আগাম নির্বাচন সামনে রেখে এই উচ্চপর্যায়ের বৈঠককে দেশের রাজনীতিতে ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে বিবেচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
 
								 
								 
								 
                                 
                                 
                                 
                                 
                                 
															 
                         
                         
                         
                         
                         
                         
                        