৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‘বাহিরে যতই কঠিন হোন, ভিতরে থাকেন নরম এক পাহাড়

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি :

প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার আমাদের মনে করিয়ে দেয় সেই মানুষটির কথা, যিনি নিঃশব্দে, নিঃস্বার্থভাবে ছায়া হয়ে পাশে থেকেছেন—তিনি আমাদের বাবা। বাবা শব্দটি যেন কাঁধে হাত রাখা এক আশ্বাস, এক নির্ভরতার নাম। বাবা কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে সন্তানের জন্য নির্মাণ করেন নিরাপত্তার এক পরিসর, ভালোবাসার এক অব্যক্ত জগৎ। মা-কে যেমন আমরা মুখে মুখে ভালোবাসা জানাই, বাবার ভালোবাসা যেন থেকে যায় একটু অন্তরালে, নিরব ভাষায়।

হাসি-কান্না, গর্ব, অনুশোচনা, শ্রদ্ধা—সব মিলিয়ে ‘বাবা’ নামক অনুভূতিটির বহুবর্ণ লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী রাদ্বীনা খাতুন মুগ্ধ।

তিনি লিখেছেন, ‘আমার কাছে বাবা মানে নিরব ভালোবাসা, কথায় নয়, কাজে প্রকাশ। চাওয়ার আগেই বুঝে যান, কখন কী দরকার আমাদের। নিজের ইচ্ছেগুলো আড়াল করে হাসি রাখেন পরিবারের মুখে। তাঁর কাঁধেই ভরসা, তাঁর ছায়াতেই নিশ্চিন্ত আমাদের ছোট্ট দুনিয়া।’

মুগ্ধ আরো লিখেছেন, ‘বাহিরে যতই কঠিন হোন, ভিতরে থাকেন নরম এক পাহাড়। ভুল করলে শাসন করেন, কিন্তু ভালোবাসায় কোনো কমতি রাখেন না। তিনি বলেন কম, করেন অনেক—এই না-দেখা ত্যাগেই লুকিয়ে থাকে তার জীবন। বাবা দিবসে সেই নীরব নায়কের প্রতি রইলো গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top