নিজস্ব প্রতিনিধি:
ইরান-ইসরাইলের চলমান উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে এখনই দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৭ জুন) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, “যুদ্ধ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি তা দীর্ঘস্থায়ী হয়, তাহলে সার, জ্বালানি এবং অন্যান্য আমদানি পণ্যের দামে প্রভাব পড়তে পারে, কারণ এসব পণ্য প্রধানত হরমুজ প্রণালী দিয়ে আসে।”
তবে বর্তমানে আমদানি বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি উল্লেখ করে তিনি বলেন, “আপাতত আগের দামেই পণ্য আমদানি চলছে। সরকার সবসময় পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “আমরা আশা করছি যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না। তবে পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয়, তখন তা বাংলাদেশের ওপরও কিছুটা প্রভাব ফেলতে পারে। এখনই প্রস্তুতি নেওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়নি।”
বৈঠকে যুদ্ধের সম্ভাব্য প্রভাব নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, “সরকার যেকোনো সংকট মোকাবেলায় প্রস্তুত রয়েছে, তবে আমরা মনে করি, এ সংকট দ্রুতই সমাধান হবে।”
 
								 
								 
								 
                                 
                                 
                                 
                                 
                                 
															 
                         
                         
                         
                         
                         
                         
                        