২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

ট্রাম্পের দাবি: ইরানের তিন পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার লক্ষ্য ছিল ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—যেগুলো ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক কর্মসূচির কেন্দ্র।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে বলেন, “আমরা ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে সফল হামলা চালিয়েছি। সব মার্কিন বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।”

এই ঘোষণার সঙ্গে তিনি একটি ওপেন-সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্টের পোস্টও শেয়ার করেন, যেখানে দাবি করা হয়—ফোরদো পারমাণবিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ বলছে, এসব স্থাপনায় তেজস্ক্রিয় উপাদান ছিল না। দেশটির সরকারি সম্প্রচার সংস্থার একজন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, “হামলার সময় স্থাপনাগুলোতে এমন কোনো পদার্থ ছিল না, যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে।”

এই মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, হামলার আগেই ইরান সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর করে থাকতে পারে।

এ হামলা ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে পারমাণবিক উত্তেজনা ঘিরে সম্ভাব্য বিপদের আশঙ্কায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top