২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যুদ্ধবিরতির পর ফের উত্তেজনা: ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের, তেহরানের প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশসীমায় প্রবেশ করেছিল, তবে প্রতিটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। ইসরাইলের এই দাবি প্রকাশ করেছে টাইমস অব ইসরাইল।

ঘটনার পর প্রতিক্রিয়ায় ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেন, “যুদ্ধবিরতি ভঙ্গের জবাবে আমরা ইরানকে কঠিনভাবে মোকাবেলা করব। আমি আইডিএফকে নির্দেশ দিয়েছি—তেহরানের গুরুত্বপূর্ণ শাসক স্থাপনাগুলোর ওপর হামলার জন্য প্রস্তুতি নিতে।”

তবে ইসরাইলের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। আল জাজিরা, আইআরআইবি এবং আইএসএনএ-র খবরে বলা হয়, তেহরান জানিয়েছে, যুদ্ধবিরতির পর তারা কোনো মিসাইল হামলা চালায়নি এবং ইসরাইলের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

এই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই ইসরাইলি সংবাদমাধ্যম জানায়, ক্ষেপণাস্ত্র হুমকির খবর ছড়িয়ে পড়ার পর ইসরাইলের উত্তরাঞ্চলে সাইরেন বেজে ওঠে এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠছে, যা নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমনের কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top