৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কোটা বাতিলের দাবিতে আবারও ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধা কোটা বহালের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে কোটা পদ্ধতি সম্পূর্ণভাবে বাতিলের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন তারা

মঙ্গলবার (২৪ জুন) বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করে এ দাবি জানান তারা।

এ সময় শিক্ষার্থীদের হাতে কোটা না মেধা; আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না; সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে; প্রশাসন তুমি কার? রক্তাক্ত জুলাইয়ের সাথে বেইমানি; কোটা বিলুপ্তিতে আবারো দেবো রক্ত; কোটার জন্য আন্দোলনে করে আবার নতুন কোটা কেন? ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, যে কোটার কারণে আমাদের এতগুলো ভাইবোনের জীবন চলে গেছে, সেই কোটা পদ্ধতি এখনো বহাল রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের রক্তের সাথে বেইমানি করেছে। এত শহীদ, এত আহত, এত রক্তের পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কীভাবে সিদ্ধান্ত নেয়, কেন নেয় তা আমাদের কাছে স্পষ্ট না। কোনোভাবেই আমরা আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ যেকোনো ক্ষেত্রে এই নিকৃষ্ট কোটা পদ্ধতি আর দেখতে চাই না।

ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, যে এক দফার কারণে পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় তা শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। প্রচলিত ধ্যানধারণা এবং আগের মতোই কোটা ব্যবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদি প্রশাসনের বোধদয় না হয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা করে এই পদ্ধতি বাতিল না করে বহাল রাখে তাহলে আমরা প্রশাসন ভবন ব্লকেড করে দিতে বাধ্য হবো। কোটা পদ্ধতি বাতিল করতে প্রয়োজনে আবারো দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

প্রসঙ্গত, গত ২১ জুন বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের উপস্থিতির সময়সূচির বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top