মোহাইমিনুল হাসান, ক্যাম্পাস প্রতিনিধি:
আজ (২৬ জুন) দেশের অন্যান্য কেন্দ্রের মতোই সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অনুষ্ঠিত হয় এইচএসসি পরীক্ষা। এ উপলক্ষে শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এগিয়ে আসে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সোহরাওয়ার্দী কলেজ ইউনিটের রেড ক্রিসেন্ট সদস্যরা।
পরীক্ষাকেন্দ্রে আসা শিক্ষার্থীদের হ্যান্ড স্যানিটাইজেশন, সার্বিক দিকনির্দেশনা ও নিরাপত্তার সহায়তায় কাজ করেন তারা। রেড ক্রিসেন্ট এর সদস্য ইয়াসিন মিয়াজী বলেন, “রেড ক্রিসেন্ট – এক নাম মানবতা। আমরা শুধু দুর্যোগেই নয়,মানুষের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে থাকার চেষ্টা করি। আজকের এইচএসসি পরীক্ষায়ও আমাদের সদস্যরা শিক্ষার্থীদের সহায়তায় কাজ করেছে—এটাই আমাদের পরিচয়। শিক্ষার্থীদের হাসিমুখ আর কৃতজ্ঞতা আমাদের অনুপ্রেরণা দেয় আরও এগিয়ে যেতে।”
তিনি আরও বলেন, রেড ক্রিসেন্টের নেতৃত্ব ও সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাই—তাদের প্রেরণাতেই আমরা মানবতার সেবায় নিবেদিত।
এ উদ্যোগ পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছে প্রশংসিত হয়েছে। সবার প্রত্যাশা, রেড ক্রিসেন্টের এধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে