১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

বিমানবন্দরে উপদেষ্টা আসিফের ব্যাগে ম্যাগাজিন পাওয়া গেছে, যে ব্যাখ্যা দিলেন তিনি

নিজস্ব প্রতিনিধি:

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা পরীক্ষার সময় অন্তর্বাতী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন পাওয়া গেছে। রোববার (২৯ জুন) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন।

আসিফ মাহমুদ জানান, তিনি ‘মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ যোগ দিতে যাচ্ছিলেন। ভোরে প্যাকিং করার সময় একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও অন্যটি ভুলে ব্যাগে থেকে যায়। স্ক্যানিংয়ে ধরা পড়ার পর তিনি এটি প্রটোকল অফিসারের কাছে হস্তান্তর করেন।

তিনি লিখেছেন, “এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল। নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্সকৃত অস্ত্র আছে। গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ায় কয়েকবার আমার উপর হামলা হয়েছে। সরকারি প্রটোকল না থাকলে ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্সকৃত অস্ত্র রাখা আমার জন্য স্বাভাবিক।”

আসিফ মাহমুদ প্রশ্ন তোলেন, “শুধু ম্যাগাজিন দিয়ে আমি কী করব? যদি খারাপ উদ্দেশ্য থাকত, তাহলে অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু নেই।”

সংবাদমাধ্যমে খবর সরাতে চাপ দেওয়ার অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। ঘটনার পর আমি টিমসহ ১০ ঘণ্টার ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমে অনলাইনে এসে দেখি বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।”

তিনি আরও যোগ করেন, “নিরাপত্তা ঝুঁকিতে থাকা যে কোনো নাগরিক নিয়ম মেনে অস্ত্রের লাইসেন্স নিতে পারেন।”

বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে নিরাপত্তা প্রটোকল অনুযায়ী ম্যাগাজিনটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top