মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:
নজরুল বিশ্ববিদ্যালয় তথা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘গবেষণা পদ্ধতি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন ২০২৫)বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যান্ডরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেই আপনারা বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষক হয়েছেন। তবে যেকোন প্রশিক্ষণই গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ কর্মশালায় আপনারা উপকৃত হবেন বলে আমি আশা করছি। এই প্রশিক্ষণেরপর আপনারা যদি আগামী ছয় মাস বা এক বছরের মধ্যে (Acceptance Letter) গৃহীত পত্র দেখাতে পারেন তাহলে বুঝবো এই প্রশিক্ষণ ফলপ্রসু হয়েছে।”
এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. মো. জাহিদুল ইসলাম।দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটির সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা।এছাড়াও সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যান্ডরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন।