আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইল হামাসের সাথে ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির শর্তাবলীতে সম্মত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২ জুলাই) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
যুদ্ধবিরতির শর্তাবলী:
• ইসরাইল ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির শর্তে রাজি হয়েছে
• এ সময়ে যুক্তরাষ্ট্র সব পক্ষের সাথে স্থায়ী শান্তি আলোচনা চালাবে
• কাতার ও মিসর শান্তি চুক্তির চূড়ান্ত প্রস্তাব দেবে
• হামাসের সম্মতির অপেক্ষায় রয়েছে চুক্তি বাস্তবায়ন
ট্রাম্প তার বিবৃতিতে উল্লেখ করেন, “আমরা আশা করি হামাস মধ্যপ্রাচ্যের শান্তির স্বার্থে এ চুক্তি গ্রহণ করবে।” মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকোফের প্রস্তাবিত এ শান্তি পরিকল্পনায় ইসরাইল গাজায় ভবিষ্যৎ সামরিক অভিযানের অধিকার রাখতে চেয়েছিল, যা হামাস প্রত্যাখ্যান করেছিল।
এদিকে আগামী সোমবার হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ট্রাম্পের বৈঠক নির্ধারিত রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এ বৈঠকে গাজা সংকটের স্থায়ী সমাধান খোঁজা হবে।
উল্লেখ্য, গত কয়েক মাসে ইসরাইলি হামলায় গাজায় ৯৩৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১০২ জন নারী ও ৩৮ শিশু রয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।