৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজে নতুন অধ্যক্ষ হলেন মোঃ দিদারুল আলম

এম,এ,করিম ভুঁইয়া,পরশুরাম প্রতিনিধ:

ফেনীর জেলার পরশুরাম উপজেলায় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ হয়েছেন অধ্যাপক ক্যাপ্টেন (অবঃ) মো. দিদারুল আলম।

তিনি গত ২৩ জুন আনুষ্ঠানিকভাবে কলেজে যোগদান করেন এবং ১ জুলাই ২০২৫ থেকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

এর আগে তিনি সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি, তিনি চট্টগ্রাম ১৪ বিএনসিসি ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা প্রশাসন ও নেতৃত্বে তিনি একজন দক্ষ, যোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত।
তার শিক্ষাগত ও পেশাগত জীবন অত্যন্ত সমৃদ্ধ।

১৯৮৪ সালে তিনি শিক্ষকতা জীবন শুরু করেন সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ক্যাপ্টেন শামসুল হুদা উচ্চ বিদ্যালয়ে। তিনি ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামে।

আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ উচ্চ মাধ্যমিক পর্যায়ে বরাবরই উল্লেখযোগ্য ফলাফলের কারণে কুমিল্লা বোর্ডসহ সমগ্র বিভাগে সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠার পর থেকে এইচএসসি পরীক্ষায় কলেজটি জেলার পাশাপাশি কুমিল্লা শিক্ষা বোর্ডেও শীর্ষস্থান ধরে রেখেছে।

এই কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ৬ জন দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে, ১ জন বুয়েটে, ৬ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ৫ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ৪ জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ১ জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ১ জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ৩ জন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, ২ জন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, ১ জন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে, ১ জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোপালগঞ্জ) এবং ১ জন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। এছাড়াও, ভারত ও চীনে কলেজের ২ জন শিক্ষার্থী স্কলারশিপ পেয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

নতুন অধ্যক্ষ মোঃ দিদারুল আলম কে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top