আন্তর্জাতিক ডেস্ক:
নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাট মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে ভীত নন। মামদানির প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পরপরই ট্রাম্প তাকে ‘পাগল’ ও ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে আক্রমণ করেন এবং সতর্ক করে দেন যে, যদি মামদানি অভিবাসন সংস্থা আইসিই-এর কার্যক্রমে বাধা দেন, তাহলে তাকে গ্রেফতার করে নাগরিকত্ব বাতিল করা হতে পারে।
এ বিষয়ে মামদানি জোরালো প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “প্রেসিডেন্ট আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি দিয়েছেন, শুধুমাত্র এই অপরাধে যে আমি আমাদের শহরে আইসিই-এর নিপীড়নমূলক কার্যক্রম বন্ধ করতে চাই। আমি কোনো আইন ভাঙিনি, আর এই ভয় দেখানো আমাকে থামাতে পারবে না।” তিনি আরও যোগ করেন, “এই হুমকি শুধু আমার বিরুদ্ধেই নয়, বরং এটি একটি স্পষ্ট বার্তা যে, কেউ যদি প্রতিবাদ করে, তাহলে তার পেছনে লাগা হবে।”
মামদানি নিউ ইয়র্কের বর্তমান মেয়র এরিক অ্যাডামসকেও লক্ষ্য করে কটাক্ষ করে বলেন, ট্রাম্পের প্রশংসায় ভূষিত অ্যাডামসের এই অবস্থান আশ্চর্যের নয়, বরং এটি প্রমাণ করে যে তার সময় শেষ হয়ে এসেছে। উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভূত মামদানি ১৯৯৮ সালে মাত্র সাত বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন। নিউ ইয়র্কের প্রগতিশীল তরুণ সমাজের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, অনেকেই তাকে আমেরিকান সমাজতন্ত্রের নতুন প্রতীক হিসেবে বিবেচনা করেন। আসন্ন নভেম্বরের নির্বাচনে তিনি নিউ ইয়র্কের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।