৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি,বহিস্কার করা হলো নজরুল বিশ্ববিদ্যালয়ের ২ কর্মকর্তাকে

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতির ও দায়িত্বে এমন অবহেলা করার সন্তোষজনক ব্যাখ্যা না দিতে পারার কারণে, একজনকে স্থায়ীভাবে এবং আরেকজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

গেল বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সহকারী রেজিস্ট্রার মাহমুদুল আহসান লিমনকে স্থায়ীভাবে এবং সহকারী রেজিস্ট্রার জাকিবুল হাসান রনিকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ৩০ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বৈঠকে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিন্ডিকেটের অনুমোদনের পর চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে।

গতবছর এসময় অর্থাৎ ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর থেকেই বহিষ্কৃত এই দুই কর্মকর্তা কর্মস্থলে আসেননি।বিষয়টি তদন্ত করে এই দুই কমাকর্তার কাছে ব্যাখ্যা চাওয়া হলে,তাদের কাছে সন্তোষজনক জবাব পাওয়া যায়নি।ফলে বহিস্কারের মতো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উভয়েরই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে।দু’জনের মধ্যে মাহমুদুল আহসান লিমন ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং জাকিবুল হাসান রনি ছিলেন একই শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top