২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ধানমণ্ডি প্রকল্পে সাবেক সচিব-বিচারকদের ১২ ফ্ল্যাট বরাদ্দ বাতিল

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন ধানমণ্ডি আবাসিক প্রকল্প থেকে সাবেক সচিব, অবসরপ্রাপ্ত বিচারক ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বরাদ্দকৃত ১২টি ফ্ল্যাট বাতিল করা হয়েছে। মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বাতিলকৃত ফ্ল্যাটগুলো ধানমণ্ডি আবাসিক এলাকার সড়ক নং-১৩ (নতুন-৬/এ) এর বাড়ি নং-৭১১ (নতুন-৬৩) এর ওপর নির্মাণাধীন ভবনে অবস্থিত ছিল। যাদের বরাদ্দ বাতিল করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. জহুরুল হক (৪১০৫.০৫ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান (২৩১৫.৮৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান (৪৩০৮.৬৮ বর্গফুট), সাবেক সচিব এম এ কাদের সরকার (২০৪৯.১৩ বর্গফুট) সহ মোট ১২ জন উচ্চপদস্থ সাবেক সরকারি কর্মকর্তা।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের গঠিত কমিটির প্রতিবেদন এবং প্রতিষ্ঠানের ২৭৪তম বোর্ড সভার সিদ্ধান্তের ভিত্তিতে এই বরাদ্দ বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রকল্পটির নাম ‘ঢাকার ধানমণ্ডি ও মোহাম্মদপুরস্থ বিভিন্ন পরিত্যক্ত বাড়িতে আবাসিক ফ্ল্যাট নির্মাণ (গৃহায়ন ধানমণ্ডি) (১ম পর্যায়)’।

এ সিদ্ধান্তে সরকারের উচ্চপর্যায়ের সাবেক কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে বরাদ্দ বাতিলের সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করা হলেও এটি একটি তদন্ত বা নীতিগত সিদ্ধান্তের ফলাফল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top