মনিরুজ্জামান তুহিন, ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত মহেশপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মহেশপুর ছাত্রকল্যাণ সমিতি’র নতুন ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়ন হাসান।
মঙ্গলবার (৮ জুলাই) সংগঠনটির আহ্বায়ক কমিটি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী এক বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে এম ই এইচ শোভন, সহ-সভাপতি সাব্বির আহম্মেদ, মোছা. বীনা, শ্রাবণী আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল ইসলাম, মোছা. ইসরাত জাহান এ্যানি, মোছা. জেসিয়া খাতুন জেসমিন, সাংগঠনিক সম্পাদক তৌফিক হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার, শান্তা খাতুন, অর্থ সম্পাদক মো. নূর আলম, সহ অর্থ সম্পাদক তানিয়া জান্নাত সুইট, শাহারিয়ার কবির, দপ্তর সম্পাদক মো. সম্রাট হোসেন, সহ দপ্তর সম্পাদক কামরুন নাহার কনা,সাহিত্য সম্পাদক ফারিহা মেহজাবিন তিশা,সহ সাহিত্য সম্পাদক সিয়াম হাসান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. রুবায়েদ আহম্মেদ লিমন, সহ সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. হাবিবুর রহমান জিহাদ দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কমিটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আফরোজা খাতুন, সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. মুস্তাকিম বিল্লাহ, রিফাত আহমেদ, নারী বিষয়ক সম্পাদক ঐশি ইসলাম, সহ নারী সম্পাদক সুমাইয়া ইসলাম, প্রচার সম্পাদক মো. জাহিদ হাসান, সহ প্রচার সম্পাদক এস এম জিহাদ, মোসা. এ্যানি খাতুন, ছাত্রকল্যাণ সম্পাদক মো. আলী কদর, কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. সেজান আহমেদ, রাশেদুজ্জামান, মো. তানভীর রহমান, জাকিয়া খাতুন, মো. তানভীর আহমেদ নাঈম, শামীমা মেহজাবিন এবং মোছা. তন্নি খাতুন দায়িত্ব পেয়েছেন।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক বলেন,”এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আমাকে নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞ। মহেশপুর ছাত্র কল্যাণ সমিতি একটি অরাজনৈতিক, ভ্রাতৃত্বপূর্ণ সংগঠন। আমরা একসাথে এটিকে সক্রিয়, অংশগ্রহণমূলক ও সহানুভূতিশীল একটি প্ল্যাটফর্মে রূপ দিতে চাই। সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা, নেতৃত্ব ও দায়িত্ববোধ বিকাশই আমাদের মূল লক্ষ্য। ইনশাআল্লাহ, সবার সহযোগিতায় এগিয়ে যেতে চাই।”
নব দায়িত্বপ্রাপ্ত সভাপতি বলেন, “আলহামদুলিল্লাহ, আমাকে এই মহান দায়িত্ব দেওয়ার জন্য সংগঠনের সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহেশপুর ছাত্র কল্যাণ সমিতি কেবল একটি সংগঠন নয়, এটি আমাদের ভ্রাতৃত্ব, মূল্যবোধ ও পারস্পরিক সহানুভূতির প্রতীক। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা মহেশপুরের ছাত্রদের কল্যাণে আরও কার্যকর, স্বচ্ছ ও গতিশীল ভূমিকা রাখতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে থাকুন, পরামর্শ দিন ও দোয়া করুন।”