১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আজ দুপুর ২টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল, অনাড়ম্বরভাবে প্রকাশ

নিজস্ব প্রতিনিধি:

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ দুপুর ২টায় প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবার ফল প্রকাশ উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা আয়োজন করা হবে না। চলতি বছর ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ পরীক্ষার্থী অংশ নিয়েছিল এসএসসি ও সমমান পরীক্ষায়, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম।

শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবে। মোবাইল থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে – SSC (বোর্ডের সংক্ষিপ্ত নাম) (রোল নম্বর) 2025 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। দাখিল পরীক্ষার্থীরা www.bmeb.gov.bd বা www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফল দেখতে পারবেন অথবা Dakhil MAD (রোল নম্বর) 2025 লিখে একই নম্বরে এসএমএস পাঠাতে পারবেন।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা https://eboardresults.com/v2/home ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ব্যবহার করে সামগ্রিক ফল ডাউনলোড করতে পারবেন। গত ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে শেষ হওয়া এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে ফল প্রদান করবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top