আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ ইরানের বিরুদ্ধে নতুন হুমকি উচ্চারণ করেছেন, যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে তেহরান থেকে কোনো প্রকার হুমকি পেলে ইরানের বিভিন্ন শহরে ফের হামলা চালানো হবে। বৃহস্পতিবার (১০ জুলাই) ইসরাইলি বিমানবাহিনীর এক স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
কাটজ তার বক্তব্যে সতর্ক করে বলেন, “ইসরাইলকে হুমকি দেওয়ার কোনো প্রচেষ্টা হলে তেহরান, তাবরিজ, ইসফাহানসহ ইরানের যেকোনো স্থানে আমাদের অস্ত্র পৌঁছে যাবে। কোনো স্থানই লুকানো থাকবে না।” তিনি আরও যোগ করেন, “যদি আমাদের ফিরে আসতে হয়, তাহলে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।”
গত জুন মাসে ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের তীব্র সংঘাতের পর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ২৩ জুন দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। সংঘাতের সময় ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালায়, যদিও তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন মার্কিন যুক্তরাষ্ট্রও ইরানে হামলা চালায়।
বিশ্লেষকরা মনে করছেন, কাটজের এই হুঁশিয়ারি ইঙ্গিত দিচ্ছে যে ইসরাইল ইরানের বিরুদ্ধে কোনো প্রকার দুর্বলতা দেখাতে নারাজ এবং ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রাখবে। আঞ্চলিক উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতা এখনও চলমান রয়েছে।