৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আবু রায়হান, রাজশাহী প্রতিনিধি:

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে রাজশাহী কলেজ সড়ক হয়ে আলুপট্টি মোড় প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। তাদের কণ্ঠে উঠে আসে “আমার সোনার বাংলায়, খুনিদের ঠাঁই নাই”, “এক দুই তিন চার, চাঁদাবাজ দেশ ছাড়”, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?”, “নৌকা আর ধানের শীষ দুই সাপের এক বিষ”, “আমার ভাইয়ের রক্ত লাল, যুবদল কোন চ্যাটের বাল”, “লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে” ইত্যাদি।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট যেভাবে বিদায় হয়েছে, তারা কি সেটা ভুলে গেছে? যদি ভুলে যায়, তাহলে বলতে চাই জুলাই এখনো মরে নাই। আমরা জুলাই আছি, এই জুলাই থেকেই এসব অন্যায় নির্মূল করব, ইনশাআল্লাহ।

তারা আরও বলেন, “আপনারা সবাই অবগত আছেন, জুলাই অভ্যুত্থানের পরবর্তী এক বছরে কী পরিমাণ নৃশংসতার সাক্ষী হয়েছে এ দেশের মানুষ। মিটফোর্ডে যে হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা একত্র হয়েছি। এই দেশে দলের নাম ধরে সমালোচনা করতে শিখতে হবে। আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া যাবে না। জুলাই বিপ্লবের পর দেশে আর কোনো চাঁদাবাজি মেনে নেওয়া যায় না।

সমাবেশে বক্তব্য দেন খালেদ হাসান মিলু, নাহিদ ইসলাম সাজু, সালমা সুলতানা, মায়া, আঞ্জুমানারা আরসি প্রমুখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top