১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এবি পার্টি কাপাসিয়া উপজেলা আহবান কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদন:
এবি পার্টি কাপাসিয়া উপজেলার সংগঠক সমাবেশ ১২ জুলাই শনিবার দুপুরে আমরাইদ বাজারে মোল্লা হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক এজিএস ছাত্র নেতা মইনুল ইসলাম কে আহবায়ক ও সাংবাদিক নেতা মিজানুর রহমান কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, গাজীপুর -৪ কাপাসিয়া উপজেলার সংসদ সদস্য পদপ্রার্থী এম আমজাদ খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান বেপারী, গাজীপুর জেলা ও মহানগরের আহবায়ক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম ইকবাল হোসেন, গাজীপুর জেলা ও মহানগর এবি যুব পার্টির আহবায়ক মাসুদ জমাদ্দার রানা, সদস্য সচিব এডঃ সুলতানা রাজিয়া, এবি পার্টি গাজীপুর জেলা ও মহানগরের যুগ্ম সদস্য সচিব গোলাম সারোয়ার ও ডাঃ রফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলার নেতা কবির হোসেন ও জোবায়ের আহম্মেদ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, এবি পার্টি কাপাসিয়া উপজেলার পূর্বের আহবায়ক কমিটি মেয়াদ শেষ হওয়া নতুন করে আহবায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে কাপাসিয়া উপজেলার ১১ ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

তিনি আরোও বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দূর করেছি এখন নব্য চাঁদাবাজেদের অত্যাচারে মানুষ অতিষ্ট তাদের হাতে শতশত মানুষ খুন হচ্ছে । মানুষ এখন পরিবর্তন চায়, সময় এসেছে পরিবর্তনের আপনার ঐক্যবদ্ধ হন, দেশ সেবাই নিয়োজিত সকল দেশ প্রেমিক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top