আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কাশ্মীর ইস্যুতে তার দেশের অটল অবস্থান পুনর্ব্যক্ত করে ঘোষণা দিয়েছেন যে, জম্মু ও কাশ্মীরের জনগণের রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখা হবে। রোববার (১৩ জুলাই) কাশ্মীর শহীদ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এই ঘোষণা দেন।
১৯৩১ সালের এই দিনে ডোগরা বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ২২ জন কাশ্মীরি শহীদ হওয়ার স্মরণে এই দিবস পালিত হয়। প্রধানমন্ত্রী শরিফ তার বার্তায় বলেন, “এই দিনটি কাশ্মীরি মুসলমানদের অদম্য সাহস ও শোষণের বিরুদ্ধে তাদের সংগ্রামের প্রতীক। স্বাধীনতা ও মানবাধিকারের জন্য তাদের লড়াই ইতিহাসজুড়ে অব্যাহত রয়েছে।”
তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের মুসলিমদের সাথে একাত্মতা প্রকাশ করছে এবং তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের লড়াইয়ে সর্বাত্মক সমর্থন দেবে। শরিফ জাতিসংঘের প্রস্তাবনার ভিত্তিতে কাশ্মীর ইস্যুর শান্তিপূর্ণ সমাধান ও কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী শহীদ কাশ্মীরিদের স্মরণ করে বলেন, “যুগ যুগ ধরে ভারতীয় দখলদারিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কাশ্মীরিদের সাহস ও সংগ্রামকে পাকিস্তান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে।” এই বক্তব্য কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের ঐতিহাসিক অবস্থানকেই সামনে নিয়ে আসে, যা দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার মূল কারণ।