মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে পৃথক দু’টি অভিযানে আগ্নেয়াস্ত্র সহ ২জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শনিবার (১২ জুলাই) বিকেলে বাংলাদেশ আর্মির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত শুক্রবার দিবাগত রাত ২ টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সুবর্ণখোলা ও কসবামাজাইল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড অ্যামিউনিশন এবং বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র সহ অবৈধ অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসী মোঃ বাবলুকে গ্রেপ্তার করে।
অন্যদিকে শনিবার বিকেল ৩টায় রাজবাড়ী সদর উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি বিদেশী রিভলবার, ২ রাউন্ড অ্যামিউনিশন, ১ বোতল অবৈধ বিদেশী মদ, ১টি খালি কার্তুজ ও দেশীয় ধারালো অস্ত্রসহ এলাকার চিহ্নিত চাঁদাবাজ মোঃ হাকিমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত ২জনকে রাজবাড়ী সদর ও পাংশা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।