মানাফি ইসলাম নাজমুল, বরগুনা প্রতিনিধি:
রাজধানীর মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগকে হত্যার বিচারের দাবিতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অশ্লীল স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বরগুনার আমতলী উপজেলা বিএনপি।
শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আমতলী পৌর শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে নতুন বাজার চৌরাস্তায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা, যুগ্ম আহ্বায়ক মকবুল আহমেদ খান, তারিকুল ইসলাম টারজান, পৌর বিএনপির সদস্য সচিব জালাল আহম্মেদ খান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাড. জাহাঙ্গীর হোসেন, যুবদলের সিনিয়র সদস্য সাবেক কাউন্সিলর সামসুল হক চৌকিদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোয়েব হেলাল, সাধারণ সম্পাদক ইমরান খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক লালন, সদস্য কবির, কাওসারসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদ সভায় বক্তারা ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান। তারা বলেন, জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন ও এনসিপিসহ কয়েকটি ভূঁইফোঁড় রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে ওই হত্যাকাণ্ডের দায় বিএনপি ঘাড়ে চাপিয়ে জাতীয় নির্বাচন বিলম্বিত করার পাঁয়তারা করছে। তারা বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানায়।’ বক্তারা আরো বলেন, ব্যক্তির দায় দলের উপর চাপিয়ে দেয়া হচ্ছে যা কোন ভাবে কাম্য না।
গত ১৭ বছর রাজপথে থেকে পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। প্রয়োজনে আবারও রাজপথে নেমে বিএনপির বিরুদ্ধে সকল প্রকার অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবেলা করা হবে এবং রাজপথেই তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।