১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নজরুল বিশ্ববিদ্যালয়ের নজরুল স্টাডিজ বৃত্তি পেলেন ৬ অনুষদের ১৯ শিক্ষার্থী

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ বৃত্তি’ পেয়েছেন ৬টি অনুষদের অধীন ১৯টি বিভাগ থেকে মোট ১৯ জন মেধাবী শিক্ষার্থী।

মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫)দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়সংলগ্ন কনফারেন্স কক্ষে আয়োজিত হয় এক অনুষ্ঠান।উক্ত অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের হাতে তুলে দেন সনদপত্র ও ১০ হাজার টাকার চেক।এসময় তিনি বলেন, “তোমাদের কৃতিত্ব বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গর্বের বিষয়। এই বৃত্তি ভবিষ্যতে আরও মনোযোগী হয়ে ভালো ফলাফল করতে অনুপ্রাণিত করবে।” তিনি শিক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে নিজেদের গড়ে তুলে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

নজরুল পরিবারের সদস্যদের নামে নামকরণ করা এই বৃত্তি ছয়টি হলো-
১)প্রমীলা বৃত্তি: কলা অনুষদের ৫ জন,২)কাজী সব্যসাচী বৃত্তি: বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ৩ জন,৩)কাজী অনিরুদ্ধ বৃত্তি: সামাজিক বিজ্ঞান অনুষদের ৬ জন, ৪)বুলবুল বৃত্তি: ব্যবসায় প্রশাসন অনুষদের ৩ জন,৫)উমা কাজী বৃত্তি: চারুকলা অনুষদের ১ জন,৬)কল্যাণী কাজী বৃত্তি: আইন অনুষদের ১ জন

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম এবং প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। সঞ্চালনায় ছিলেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম।
বক্তারা বলেন, “এ ধরনের বৃত্তি মেধাবী শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ী এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে। বিশ্ববিদ্যালয় পরিবার এ অর্জনে গর্বিত।”

পাওয়া তথ্যমতে,বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) নিয়মিত কোর্সের চূড়ান্ত পরীক্ষায় নিজ নিজ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top