নিজস্ব প্রতিনিধি:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ পরবর্তী সংঘর্ষ ও হামলার জেরে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে এনসিপির নেতাকর্মীদের গাড়িবহরে সন্ত্রাসী হামলা চালানো হয়। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের এই হামলায় গোপালগঞ্জের পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়।
ঘটনাস্থলে নিয়ন্ত্রণ বজায় রাখতে পুলিশ ও সেনাবাহিনীকে গুলিবর্ষণ করতে হয়েছে। হামলাকারীরা নিরাপত্তা বাহিনীর গাড়িতেও আক্রমণ চালায়। এনসিপি নেতারা পরিস্থিতি এড়াতে গোপালগঞ্জ সার্কিট হাউজে আশ্রয় নেন। এর আগে দুপুর দেড়টায় শহরের পৌরপার্কে এনসিপির সমাবেশ মঞ্চে ছাত্রলীগের হামলায় সাউন্ড সিস্টেম, মাইক ও চেয়ার-বেঞ্চ ভাঙচুরের পাশাপাশি নেতাকর্মীদের ওপর শারীরিক আক্রমণ করা হয়। সমাবেশস্থল ত্যাগের পর এনসিপির কনভয়ে পুনরায় হামলা চালানো হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, হামলাকারীদের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। পুরো শহরে এখনও উত্তেজনাকর ও অনিশ্চিত পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।