২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পবিপ্রবিতে জুলাই ৩৬ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ ফাহিম,পবিপ্রবি প্রতিনিধি:

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের উদ্যোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শুরু হয়েছে জুলাই ৩৬ ফুটবল টুর্নামেন্ট। সপ্তাহব্যাপী প্রস্তুতির পর বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৪টায় এএনএসভিএম অনুষদের কেন্দ্রীয় খেলার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৪টায় এএনএসভিএম অনুষদের কেন্দ্রীয় খেলার মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। এসময় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক ডেপুটি উপদেষ্টা প্রফেসর ড. এ.বি.এম. সাইফুল ইসলাম, এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইদুর রহমান, সহকারী হল প্রভোস্ট প্রফেসর ড. আলী আজগর এবং সহকারী অধ্যাপক ডা. এস. এম. হানিফ সহ অন্যান্য শিক্ষকরা।

এ বিষয়ে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের ১৯তম ব্যাচের শিক্ষার্থী রায়হান আলী খাঁন বলেন, “আমার মতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন রয়েছে। দীর্ঘ প্রায় ১ বছর পর এই ধরনের উদ্যোগ নিয়েছে হল প্রশাসন। প্রভোস্ট স্যার এই ক্রীড়া প্রতিযোগিতাটি বড় পরিসরে আয়োজনের চেষ্টা করেছেন, যা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আমরা আশা করি, স্যার ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে তাদের উন্নয়নের জন্য কাজ করে যাবেন।”

উদ্বোধনী বক্তব্যে খেলাধুলার গুরুত্ব উল্লেখ করে প্রফেসর ড. মামুন অর রশিদ বলেন, “পড়ালেখার পাশাপাশি আমাদের নিয়মিত খেলাধুলা করা একান্তই জরুরি। এতে শরীর ও মন উভয় ভালো থাকে। তবে খেলাধুলার বিষয়গুলো যেন আমরা খেলার মাঠেই সীমাবদ্ধ রাখি।”

এছাড়া হল প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইদুর রহমান বলেন, “সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে সকলেরই নিয়মিত খেলাধুলা করা উচিত। আমি আশাবাদী এই জুলাই ৩৬ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে হলের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও খেলোয়াড়ি দক্ষতা বৃদ্ধি পাবে।”

সপ্তাহব্যাপী চলবে এই ফুটবল টুর্নামেন্ট, যেখানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলার পাশাপাশি সাংস্কৃতিক ও বিনোদনমূলক কর্মসূচিও থাকবে এ টুর্নামেন্টে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top