মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
জুলাই-আগস্ট ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দীঘিনালা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে আজ এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। একইসঙ্গে আহতদের আশু সুস্থতা কামনাও করা হয় এ আয়োজনে।
উক্ত দোয়ায় উপস্থিত ছিলেন দীঘিনালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ইমন মিয়া, এবং ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির জন্য গৌরবের। আমরা তাদের স্মরণে এই মিলাদ ও দোয়ার আয়োজন করেছি, যাতে আল্লাহ্ তাদের শহীদের মর্যাদা দান করেন এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠেন।”
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকল শহীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।