নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, যাতে অন্তত একজন নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করা ‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি দেড়টার দিকে মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে ভেঙে পড়ে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সংলগ্ন হায়দার হল ভবনে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ঘটনাস্থল থেকে আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম ঘটনাস্থলে তদন্তে গেছেন বলে জানান। বিমান দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিরাপত্তার খাতিরে ঘটনাস্থল ও আশেপাশের এলাকা সাময়িকভাবে সিল করে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিমানটি ভেঙে পড়ার পর প্রচণ্ড বিস্ফোরণ শুনে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। উদ্ধারকারী দল ধ্বংসাবশেষ থেকে নিহতের দেহ উদ্ধার করেছে, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তদন্ত ত্বরান্বিত করেছেন।