আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকের পার্লামেন্ট স্পিকার মাহমুদ আল-মাশহাদানি ইসরাইলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক প্রতিরোধকে “ঐতিহাসিক বিজয়” আখ্যায়িত করেছেন। সোমবার (২১ জুলাই) তেহরান সফরকালে ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির প্রতিনিধিদলের সাথে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
মাশহাদানি বলেন, “ইসরাইলি দখলদাররা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সমর্থন সত্ত্বেও ইরান তাদের বিরুদ্ধে বড় বিজয় অর্জন করেছে। ইসরাইলি বাহিনী বোমা হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে লুকিয়ে থাকলেও ইরানের জনগণ স্বাভাবিক জীবনযাপন করে বীরত্ব প্রদর্শন করেছে।” তিনি ইরাক-ইরান সম্পর্ককে “অভিন্ন নীতি ও স্বার্থের ভিত্তিতে গড়ে উঠা ঐতিহাসিক বন্ধুত্ব” হিসেবে বর্ণনা করেন।
ইরাকি এই নেতা স্পষ্ট ভাষায় জানান, “ইরানের ভূখণ্ডে কোনো আক্রমণ হলে ইরাক পাশে দাঁড়াবে।” তিনি ইরাক থেকে আইএসআইএল উৎখাতে ইরানের ভূমিকার কথা স্মরণ করে বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাহায্য আমাদের সন্ত্রাসবাদ থেকে মুক্তি এনেছে।”
মাশহাদানি মুসলিম বিশ্বের মধ্যে সংহতি জোরদারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তার এই বক্তব্য ইরান-ইরাক কৌশলগত সম্পর্ককে আরও সুদৃঢ় করার ইঙ্গিত দেয়, যা আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।