আন্তর্জাতিক ডেস্ক:
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সপ্তাহে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকতে যাচ্ছেন, যেখানে ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি ও গাজা সংকট প্রধান আলোচ্যসূচি হবে বলে সরকারি সূত্রে জানা গেছে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গ্রীষ্মকালীন অবকাশে থাকা মন্ত্রীরা ১ সেপ্টেম্বরের আগেই এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় বসবেন।
এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে যখন ২২০ জনের বেশি ব্রিটিশ সংসদ সদস্য – যাদের মধ্যে স্টারমারের নিজস্ব লেবার পার্টির সদস্যরাও রয়েছেন – যৌথভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। নয়টি রাজনৈতিক দলের সংসদ সদস্যদের স্বাক্ষরিত এক চিঠিতে তারা প্রধানমন্ত্রীকে ২৮-২৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সম্মেলনে এই স্বীকৃতি দেওয়ার জন্য জোরালো অনুরোধ জানান।
চিঠিতে তারা যুক্তি দেখিয়েছেন, “যুক্তরাজ্যের ঐতিহাসিক দায়িত্ব রয়েছে – ১৯১৭ সালের বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরাইল রাষ্ট্র গঠনে আমাদের ভূমিকার মতোই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াও আমাদের নৈতিক কর্তব্য।” তারা আরও উল্লেখ করেন যে ব্রিটেনের এই পদক্ষেপ বিশ্বসম্প্রদায়ের জন্য একটি শক্তিশালী বার্তা বয়ে আনবে।
স্টারমার এরই মধ্যে শুক্রবার একটি বিবৃতিতে জানিয়েছিলেন যে শুধুমাত্র একটি শান্তিচুক্তির অংশ হিসেবেই ব্রিটেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এই অবস্থান তার নিজ দলের অনেক সদস্যকে হতাশ করেছে, যারা ফ্রান্সের মতো দ্রুত স্বীকৃতির পক্ষে।
এই রাজনৈতিক চাপের মধ্যে মন্ত্রিসভার এই জরুরি বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি ব্রিটেনের মধ্যপ্রাচ্য নীতিতে একটি সম্ভাব্য বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয় এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।