নিজস্ব প্রতিনিধি:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। সোমবার সকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় নির্বাচনী প্রস্তুতি বিষয়ক এক উচ্চপর্যায়ের সমন্বয় সভায় তিনি এই নির্দেশনা দেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে জোর দিয়ে বলেন, “নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো অবস্থাতেই আইনশৃঙ্খলা বাহিনীর আচরণে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে দেওয়া যাবে না। আপনাদেরকে অবশ্যই নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালন করতে হবে – কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়, রাষ্ট্রের পক্ষে।”
সভায় ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সহিংসতা রোধ এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রধান উপদেষ্টা নির্বাচনী প্রক্রিয়ায় সর্বস্তরের মানুষের আস্থা অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন।
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচনী সুরক্ষা ব্যবস্থাপনায় কোনো ধরনের ত্রুটি রাখা হবে না মর্মে সকলকে সতর্ক করা হয়।