১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৭ হিজরি

ফিলিস্তিন সংকট সমাধানে দ্বি-রাষ্ট্র ফর্মুলা জোরালো আহ্বান সৌদি-ফ্রান্সের

নিজস্ব প্রতিনিধি:

সৌদি আরব ও ফ্রান্স যৌথভাবে ফিলিস্তিন-ইসরাইল সংঘাতের স্থায়ী সমাধানে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা উপস্থাপন করেছেন। বুধবার প্রকাশিত তাদের যৌথ ঘোষণাপত্রে গাজায় ২১ মাস ধরে চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে একটি ‘স্পষ্ট, সময়সীমাবদ্ধ ও অপরিবর্তনীয়’ দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

ঘোষণায় গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরপরই একটি অস্থায়ী প্রশাসনিক কাঠামো গঠনের প্রস্তাব করা হয়েছে, যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কাজ করবে। এছাড়া শান্তি রক্ষায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটবহির্ভূত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে, যেখানে ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশ অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে।

সৌদি-ফ্রান্সের এই যৌথ উদ্যোগে ইসরাইলি নেতৃত্বকে সরাসরি সম্বোধন করে একটি সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে প্রকাশ্যে প্রতিশ্রুতি দিতে বলা হয়েছে। একইসঙ্গে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরাইলি দখলদারিত্ব, অবৈধ বসতি সম্প্রসারণ এবং সহিংসতা বন্ধের জোরালো দাবি জানানো হয়েছে।

এই ঘোষণাকে আঞ্চলিক শান্তি প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে, যা দীর্ঘদিন ধরে চলমান সংঘাতের স্থায়ী সমাধানের পথ প্রশস্ত করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিশেষ করে গাজায় মানবিক সংকটের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top