মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বেসরকারি কিন্ডারগার্টেন ও প্রাইভেট স্কুলের শিক্ষার্থীদের বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় জেলা শহরের ডিসি চত্বর এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে ‘নীলফামারী জেলা কিন্ডারগার্টেন শিক্ষা পরিবার’। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. আনারুল ইসলাম। বক্তব্য দেন ইউনাইটেড কিন্ডারগার্টেন স্কুলের সভাপতি মো. গোলাম মোস্তফা, জেলা পরিষদের সদস্য ও সংগঠনের উপদেষ্টা সাইদুর রহমান অ্যাপোলো, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবু সুবাস রায়, সাংগঠনিক সম্পাদক মো. ময়নুল ইসলাম এবং সহ-সভাপতি ও আইডিয়া মডেল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা রুবেল।
বক্তারা বলেন, শিক্ষা অধিদপ্তরের সদ্য জারি করা এক প্রজ্ঞাপনের কারণে চলতি বছরের বৃত্তি পরীক্ষায় জেলার লক্ষাধিক কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ হারাচ্ছে, যা এক ধরনের বৈষম্য ও অমানবিক সিদ্ধান্ত।
তারা আরও বলেন, ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় এইসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল।
তাদের দাবি, সরকারি-বেসরকারি সকল শিক্ষার্থীর জন্য বৃত্তি পরীক্ষার সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এতে করে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তি ও সমতা প্রতিষ্ঠা পাবে।