নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন বিমান টিকেট বুকিং প্ল্যাটফর্ম ‘ফ্লাইট এক্সপার্ট’-এর মালিকপক্ষ দেশ ছেড়ে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির অফিস বন্ধ থাকা এবং ওয়েবসাইট অকার্যকর হওয়ায় শত শত কোটি টাকার বিনিয়োগ নিয়ে শঙ্কায় পড়েছেন সংশ্লিষ্ট এজেন্সিগুলো।
ফ্লাইট এক্সপার্টের সেলস বিভাগের এক কর্মকর্তা মামুনুর রশিদ জানান, গত রাতেই মালিকপক্ষ দেশ ত্যাগ করেছেন। প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার (সিওও) সালমান একটি অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযোগ করেছেন যে, সাঈদ, হোসাইন ও সাকিব নামের তিন ব্যক্তি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি দাবি করেন, তারা পরিকল্পিতভাবে প্রায় ৩ কোটি টাকা তুলে নিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছেন।
২০১৭ সালে যাত্রা শুরু করা ফ্লাইট এক্সপার্ট বিমান টিকেট বুকিং, হোটেল রিজার্ভেশন ও ভিসা প্রক্রিয়াকরণসহ বিভিন্ন সেবা দিয়ে দ্রুতই জনপ্রিয়তা অর্জন করেছিল। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে সর্বশেষ হজ প্যাকেজের বিজ্ঞাপন দেখা গেলেও এখন তা বন্ধ হয়ে গেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত একাধিক এজেন্সি ও গ্রাহকরা আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন। মতিঝিল থানায় এ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ফ্লাইট এক্সপার্টের মতো বিশ্বস্ত প্রতিষ্ঠানের এমন পলায়ন ভোক্তাদের মধ্যে আস্থাহীনতা সৃষ্টি করেছে।