১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালিত

জাকির হোসেন হাওলাদার,  দুমকী ও পবিপ্রবি( পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় ভাইস-চ্যান্সেলর এর নেতৃত্বে প্রশাসনিক ভবন চত্বর থেকে বর্ণাঢ্য বিজয় র‍্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরে সকাল সাড়ে ১০টায় টি.এস.সি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় “জুলাই ২৪ গণঅভ্যুত্থান ও অগ্রগতির পটভূমি” শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট সংগ্রামী ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বলেন,”জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি তারিখ নয়, এটি বাঙালির ইতিহাসে গণতন্ত্রের দাবিতে গর্জে ওঠা এক অতুলনীয় প্রতিবাদের দিন। ঐতিহাসিক আন্দোলনের প্রত্যক্ষ অংশগ্রহণকারী হিসেবে সেই উত্তাল সময়ের সাহস, ভয়, বেদনা এবং সংগ্রামের স্মৃতি আজও বয়ে বেড়াই। শিক্ষার্থীদের মাঝে দাঁড়িয়ে আমি নতুন করে আশাবাদী।

কারণ এই প্রজন্ম ইতিহাস জানতে চায়, সত্য জানাতে চায়, এবং নিজেদের মধ্যে মূল্যবোধ গড়ে তুলতে চায়।
জুলাই ২৪’-এর চেতনা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকুক—সেই গণআন্দোলনের রক্তস্নাত পথ যেন আমাদের সামনে সততা, সাহস ও দেশপ্রেমের শিক্ষা দেয়। প্রজন্ম থেকে প্রজন্মে এই আত্মত্যাগের বার্তা ছড়িয়ে পড়ুক, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই হোক আগামী দিনের গর্বিত নেতৃত্বের ধারক।” শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকার ওপর আলোকপাত করেন।

প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান এর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ মুহসিন হোসেন খান, বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ, প্রফেসর ড. মোঃ জামাল হোসেন, প্রফেসর ড. মোঃ মামুন উর রশিদ, প্রফেসর ড. মোঃ আব্দুল মাসুদ, ডেপুটি ডিরেক্টর (জনসংযোগ) মোঃ মাহফুজুর রহমান সবুজ, পবিপ্রবি’র সাংবাদিক সমিতির সভাপতি মারসিফুল আলম রিমনসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত। দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ। শিক্ষার্থীদের পরিবেশনায় দেশপ্রেম ও গণআন্দোলনের চেতনায় সমৃদ্ধ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠানে প্রাণ সঞ্চার করে।

দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।জাকির হোসেন হাওলাদার সাংবাদিক।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top