১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই সফর, ১৪৪৭ হিজরি

পবিপ্রবি শিক্ষার্থীদের কম্বাইন্ড ডিগ্রির দাবিতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান

মোঃ ফাহিম,পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসন অনুষদের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেছে।

রবিবার (১০ আগস্ট) বরিশাল হোটেল গ্র্যান্ড পার্কে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা প্রাণী চিকিৎসা ও প্রাণী উৎপাদন দুই ক্ষেত্রেই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও কর্মসংস্থানের সমান সুযোগ নিশ্চিত করতে কম্বাইন্ড (বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এ্যানিমেল হাজবেন্ড্রি) ডিগ্রি চালুর দাবি জানান।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের দাবি, দেশে বর্তমানে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ও এ্যানিমেল হাজবেন্ড্রিকে একীভূত করে কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হচ্ছে সাতটি বিশ্ববিদ্যালয়ে। সেখানে একটি মাত্র ডিগ্রিতে প্রাণী চিকিৎসা ও উৎপাদনসংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত থাকায় গ্র্যাজুয়েটরা সরকারি ও বেসরকারি পর্যায়ে সব ধরনের পদের জন্য আবেদন করতে পারছেন। অথচ পবিপ্রবিতে এখনও এএইচ ও ডিভিএম ডিগ্রি পৃথকভাবে থাকায় গ্র্যাজুয়েটরা নিয়োগ বিজ্ঞপ্তিতে অবহেলিত হচ্ছে।

শিক্ষার্থীরা দাবি করেন, প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন ও জাতীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ নিশ্চিত করতে হলে এএইচ ও ডিভিএম সমন্বয়ে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন কম্বাইন্ড ডিগ্রি চালু করা এখন সময়ের দাবি।

এ বিষয়ে এ্যানিমেল হাজবেন্ড্রি লেভেল ৪ সেমিস্টার ১ এর শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন,”রাষ্ট্র আমাদের জন্য অর্থ বরাদ্দ রাখে যেন আমরা জনগণের কাছে উপযুক্ত সেবা প্রদান করতে পারি। কিন্তু প্রাণি সম্পদ খাতে দুই ডিসিপ্লিনের জটিলতার কারণে প্রান্তিক খামারিরা উপযুক্ত সেবা পাচ্ছে না। তাই বৃহত্তর স্বার্থে কম্বাইন্ড ডিগ্রি সময়ের দাবি।”

ডিভিএম লেভেল ৫ সেমিস্টার ১ শিক্ষার্থী অর্জুন দাস বলেন,”প্রাণীসম্পদ সেক্টরের উন্নতির লক্ষ্যে আমরা ডিভিএম ডিসিপ্লিন থেকে কম্বাইন্ড আন্দোলনে একত্মতা পোষণ করেছি। সারা বাংলাদেশে একই নামে, একই কারিকুলামে কম্বাইন্ড ডিগ্রি চালু হোক এটাই আমাদের দাবি।”

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন,”তোমাদের এ স্মারকলিপি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি এ বিষয়টি নিয়ে অবগত আছি, প্রাণিসম্পদ সচিবের সাথেও আমার এ বিষয় নিয়ে কথা হয়েছে।”

তিনি তৎক্ষণাৎ প্রাণিসম্পদ সচিবকে দ্রুত এ বিষয়টি সমাধানের পদক্ষেপ নিতে বলেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করেছে এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এবং ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন একাত্মতা ঘোষণা করে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top