রবিউল ইসলাম বাবুল, বিভাগীয় প্রতিনিধি রংপুরঃ
গাজীপুরের সাহসী ও অনুসন্ধানী সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাতে উত্তাল হয়ে উঠেছে লালমনিরহাটের সাংবাদিক সমাজ।
রোববার সকাল ১১টায় জেলার মিশন মোড় চত্তরে বাংলাদেশ প্রেসক্লাবের লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে লালমনিরহাট জেলার সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার নিয়ে হত্যার তীব্র নিন্দা জানান এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলায় কর্মরত সাংবাদিকগন বলেন, একজন সাংবাদিককে হত্যা করা শুধু একজন মানুষকে হত্যা নয়, এটি মুক্ত গণমাধ্যম, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর নগ্ন আঘাত। সাংবাদিকরা জাতির দর্পণ—তারা সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে দেশের উন্নয়নে কাজ করেন। অথচ আজ তাদের জীবনই নিরাপদ নয়, যা গণতান্ত্রিক সমাজের জন্য অশুভ সংকেত।
বাংলাদেশ প্রেসক্লাব ও লালমনিরহাট প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, সাংবাদিক তুহিন ছিলেন নির্ভীক, ন্যায়পরায়ণ ও আপসহীন। দুর্নীতি, অপরাধ ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে লিখতে গিয়ে তিনি একাধিকবার হুমকি পেয়েছেন। শেষ পর্যন্ত সেই হুমকিই বাস্তব রূপ নিল প্রাণ দিতে হলো সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য।
বক্তারা বর্তমান অন্তবর্তিকালীন সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিক হত্যার মতো জঘন্য অপরাধের বিচার দ্রুত না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। তাই দ্রুততম সময়ের মধ্যে তুহিন হত্যার সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা সতর্ক করে বলেন, যদি অবিলম্বে বিচার প্রক্রিয়া শুরু না হয়, তাহলে সারাদেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামবে।
মানববন্ধনে বাংলাদেশ প্রেসক্লাব,ও প্রেসক্লাব লামনিরহাটের সভাপতি, সাধারণ সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ প্রায় শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন। উক্ত মানববন্ধনে বক্তরা বলেন সাংবাদিকদের জন্য আলাদা নিরাপত্তা আইন প্রণয়ন, কর্মস্থলে সুরক্ষা নিশ্চিতকরণ এবং হুমকি-ধমকি মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণেরও জোর দাবি জানান তাঁরা।
মানববন্ধন শেষে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করে নিহত সাংবাদিক তুহিনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।