নিজস্ব প্রতিনিধি:
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিক্ষোভের সময় ভারতের রাজধানী দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা ও শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউতসহ একাধিক বিরোধী দলীয় সংসদ সদস্যকে পুলিশ আটক করেছে। সোমবার (১১ আগস্ট) সকালে সংসদ ভবনের সামনে এই ঘটনা ঘটে।
বিরোধী দলগুলোর অভিযোগ, শাসকদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচন কমিশনের সাথে আঁতাত করে নির্বাচনে কারচুপির চেষ্টা করছে। এই অভিযোগের প্রতিবাদে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট নির্বাচন কমিশনের দপ্তরের দিকে মিছিল করার পরিকল্পনা করেছিল। তবে পুলিশ আগে থেকেই সংসদ ভবন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং ব্যারিকেড স্থাপন করে।
দিল্লি পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে বিরোধী নেতারা দাবি করেছেন, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভকে সরকার দমন করছে।
ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিপুল সংখ্যক রাজনৈতিক নেতা-কর্মী রাস্তায় বসে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছেন। পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা এবং ধাক্কাধাক্কির দৃশ্যও ক্যামেরায় ধরা পড়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংসদের উভয় কক্ষের কার্যক্রম দুপুর ২টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, গত বছর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন এবং সম্প্রতি কর্নাটকের লোকসভা নির্বাচনে ভোটার তালিকায় অস্বাভাবিক পরিবর্তন এনে বিজেপির পক্ষে ফলাফল প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। তারা দাবি করছে, মহারাষ্ট্রে কেন্দ্রীয় নির্বাচনের মাত্র ছয় মাসের মধ্যে অস্বাভাবিক হারে নতুন ভোটার যুক্ত হয়েছে।
কংগ্রেস, শিবসেনা (উদ্ধব) ও এনসিপি (শরদ পওয়ার) নেতারা নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন এবং স্বচ্ছ ভোটার তালিকা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এই ঘটনায় রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় দেশটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।