৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি( পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আমাদের ভূমিকা”—শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট (সোমবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা শুভসংঘ পবিপ্রবি শাখার আহ্বায়ক সাব্বির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু সুফিয়ানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মো. মোবাশ্বের আলী, মো. তুহিন পারভেজ, মো. মোফাসেরুল হক তন্ময়, জহুর আলম, সদস্য কামরুল ইসলাম, মো. মুহিব্বুল্লাহ হাওলাদার, মো. রাফসান হাবীব তালুকদার, আরশাদুল হক সাজিন, মোছা. তাসলিমা আক্তার, তাসদীদ হাসান, তাশিক মাহমুদ অমি, শেখ সালমান ফারসী, রিয়াদ, সাগর, মো. রাজিবুল ইসলাম, মোহাম্মদ খোকন, শুভ ভৌমিক, আবু মুসা সিয়াম, মো. জুবায়ের মাহমুদ এবং মো. শাওন সহ পবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

সভায় বক্তারা মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ব্যক্তিগত সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। জরুরি রক্তের প্রয়োজনে বসুন্ধরা শুভসংঘ পাবিপ্রবি শাখা যাতে দ্রুত রক্তের ব্যবস্থা করতে পারে সে লক্ষ্যে করণীয় ঠিক করবে বলে বন্ধুরা জানিয়েছেন। বক্তারা সবাইকে একযোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শহীদ মিনার প্রাঙ্গণের চারপাশে জমে থাকা পানি অপসারণ ও ঝোপঝাড়, ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top