আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাকত-এ রাভাঞ্চি স্পষ্ট করেছেন যে তার দেশ শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সম্মত হবে না, তবে শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমে সাময়িক সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করতে প্রস্তুত। জাপানের কিয়োডো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইরান ফাঁকা প্রতিশ্রুতির উপর নির্ভর করতে পারে না—আমাদের স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখতেই হবে।”
রাভাঞ্চি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি শূন্য সমৃদ্ধকরণের উপর জোর দেয়, তবে কোনো চুক্তিই সম্ভব নয়। তিনি ওয়াশিংটনের প্রতি শর্ত আরোপ করেন যে, আলোচনা পুনরায় শুরু হলে যেন তারা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নেয়। “যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করতে হবে, তারা কি প্রকৃতপক্ষে ন্যায্য সমাধান চায়, নাকি একতরফা শর্ত চাপিয়ে দিতে চায়,” বলেন তিনি।
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না বলেও স্পষ্ট করেন রাভাঞ্চি। তবে তিনি উল্লেখ করেন যে একটি ন্যায্য চুক্তির অংশ হিসেবে শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমে সাময়িক সীমাবদ্ধতা মেনে নেওয়া যেতে পারে। তিনি যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন আলোচনার পাশাপাশি সামরিক হুমকি দেওয়ার জন্য, যা তিনি “প্রবঞ্চনা” বলে আখ্যায়িত করেন।
সাম্প্রতিক হামলার ক্ষতিপূরণ প্রসঙ্গে রাভাঞ্চি বলেন, “যুক্তরাষ্ট্রের হামলা সম্পূর্ণ অবৈধ ছিল এবং আমাদের ব্যাপক ক্ষতি করেছে। আমরা ক্ষতিপূরণ দাবি করার পূর্ণ অধিকার রাখি।” তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিক পথ খোলা আছে এবং ইরান সংলাপে প্রস্তুত।
ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ থাকবে বলে পুনর্ব্যক্ত করে তিনি আইএইএ’র সঙ্গে সহযোগিতার ইচ্ছাও প্রকাশ করেন। ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় স্বচ্ছ ও নিরাপদ পরিদর্শনের ব্যবস্থা করতে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে নতুন নির্দেশিকা অনুযায়ী সমঝোতা হবে।