১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৭ হিজরি

গেরিলা প্রশিক্ষণ মামলায় মেজর সাদিকের স্ত্রীর আদালতে দায় স্বীকার

নিজস্ব প্রতিনিধি:

ভাটারা থানায় দায়ের করা গেরিলা প্রশিক্ষণ সংক্রান্ত মামলায় মেজর (অব.) সাদিকুর রহমান সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে তার এই জবানবন্দি রেকর্ড করা হয়।

পাঁচ দিনের রিমান্ড শেষে সুমাইয়াকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক মো. জেহাদ হোসেন আদালতে তার জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। আদালত জবানবন্দি গ্রহণের পর তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ৮ জুলাই বসুন্ধরা সংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগের এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাসহ ৩০০-৪০০ জন অংশগ্রহণ করেন। বৈঠকে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয় এবং পরিকল্পনা করা হয় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পেলে সারা দেশ থেকে লোকজন ঢাকায় সমবেত হয়ে শাহবাগ মোড় দখল করবেন। তাদের লক্ষ্য ছিল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করা।

এই ঘটনায় গত ১৩ জুলাই ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মন্ডল সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। আদালতে সুমাইয়ার স্বীকারোক্তি মামলার তদন্তে নতুন মাত্রা যোগ করেছে বলে আইনজীবীরা মনে করছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top