মোঃসোহাগ হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরী লক্ষীপুর মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মোঃ নাজমুল হক।
চলতি মাসের ১১ আগস্ট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী অঞ্চলের রেজিস্টার প্রশাসন ছালেহ আহমেদ স্বাক্ষরিত একটি পত্রে ২০০৯ এর ৩৯ প্রবিধান অনুসারে প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে পত্র ইসুর তারিখ থেকে থেকে ছয় মাসের জন্য এডহক কমিটি অনুমোদন করে পত্র জারি করা হয়।
কমিটিতে অন্য সদস্যরা হলেন, অভিভাবক সদস্য হিসেবে আবুল কালাম আজাদ, সাধারণ শিক্ষক সদস্য আবু সাঈম, এবং পদাধিকার বলে মাদ্রাসার সুপার মাওলানা মুজিবুর রহমান, কে সদস্য সচিব করে অনুমোদন দেওয়া হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হক বলেন, প্রথমেই এলাকাবাসী ও মাদ্রাসার অভিভাবকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যাদের চাওয়ার কারণে ঐতিহ্যবাহী ঝুরঝুরী লক্ষীপুর মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে মনোনিত হয়েছি। তিনি আরও বলেন, মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে সবসময় নিজেকে নিয়োজিত করবো, সেই সাথে সিরাজগঞ্জ এর মধ্যে অন্যতম একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো। এবং অভিভাবক সহ প্রত্যেকটা মানুষকে যেন সেবা দিতে পারি সেই লক্ষ্যে আমি কাজ করে যাব।
মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত এর পিতা বাবলু মন্ডল বলেন, সরকার পতনের পর ম্যানেজিং কমিটি ভেঙ্গে ও স্থানীয় অভিভাবক শূন্যতায় পড়েছিল। এতে শিক্ষার্থীরা ও শিক্ষকদের সমস্যা দূরীকরণসহ অবকাঠামোগত উন্নয়ন অনেক পিছিয়ে পড়েছিল। এখন তা ফিরিয়ে পাওয়ার মাধ্যমে, মোঃ নাজমুল হক কে সভাপতি পদে সম্মানিত করায় শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁরা আশা করেন