১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে সফর, ১৪৪৭ হিজরি

ট্রাম্পের সতর্কবার্তা: যুদ্ধ না থামালে রাশিয়ার ভয়াবহ পরিণতি হবে

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন, ইউক্রেন যুদ্ধ অবসানে রাজি না হলে দেশটিকে “গুরুতর পরিণতি” ভোগ করতে হবে। আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে বুধবার (১৩ আগস্ট) ওয়াশিংটনের কেনেডি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এই হুঁশিয়ারি দেন।

ট্রাম্প স্পষ্ট ভাষায় জানান, “শুক্রবারের বৈঠকে পুতিন যদি যুদ্ধবিরতিতে সম্মত না হন, তাহলে রাশিয়াকে বাণিজ্যিক শুল্ক থেকে শুরু করে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ বিভিন্ন কঠোর পদক্ষেপের মুখোমুখি হতে হবে।” তিনি ইঙ্গিত দেন, পূর্ববর্তী আলোচনার পর রাশিয়ার রকেট হামলায় বেসামরিক হতাহতের খবর তার অবস্থানকে আরও দৃঢ় করেছে।

মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার সাইবার হামলা নিয়েও প্রশ্ন তোলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট সিস্টেম হ্যাকিংয়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “রাশিয়ার হ্যাকিং কার্যক্রমে কেউ অবাক হচ্ছেন কি?”

ট্রাম্প ভবিষ্যতে দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনার কথা উল্লেখ করে জানান, প্রথম বৈঠক সফল হলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিয়ে দ্রুত আরেকটি আলোচনা করা হতে পারে। তবে তিনি স্পষ্ট করেন, প্রাথমিক আলোচনায় ইতিবাচক সাড়া না পেলে পরবর্তী বৈঠক হবে না।

এই সতর্কবার্তার মধ্যেই শুক্রবারের আলাস্কা বৈঠককে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই কঠোর অবস্থান ইউক্রেন সংকট সমাধানে মার্কিন নীতির দৃঢ়তাই প্রতিফলিত করছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top