২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের চীন সফর, দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করবেন

নিজস্ব প্রতিনিধি:

বৃহস্পতিবার (২১ আগস্ট) সরকারি সফরে চীন গমন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই সফরে চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও আলোচনা করবেন সেনাবাহিনী প্রধান। এছাড়াও সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর সম্পর্ক বিস্তৃত করার লক্ষ্যে মতবিনিময় হবে এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য।

সেনাপ্রধান আগামী ২৭ আগস্ট বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। এই সফর দুই দেশ প্রতিরক্ষা খাতের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে বাস্তবায়িত হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top