২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর নেই

নিজস্ব প্রতিনিধি:

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের অবসরপ্রাপ্ত বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। অনলাইনে ‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে পরিচিত এই বিচারকের বয়স হয়েছিল ৮৮ বছর। অগ্ন্যাশয়ের ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে তিনি মৃত্যুবরণ করেছেন বলে তার অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে।

টেলিভিশন অনুষ্ঠান কট ইন প্রভিডেন্স–এর মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান ক্যাপ্রিও। বিচারক হিসেবে দায়িত্ব পালনের সময় দয়া ও সহানুভূতির দৃষ্টান্ত স্থাপন করে তিনি জনমনে জায়গা করে নেন। ছোটখাটো ট্রাফিক আইন লঙ্ঘন বা সামান্য অপরাধের ক্ষেত্রে তিনি বহুবার জরিমানা মওকুফ করেছেন। তার আদালতের ভিডিওগুলোতে রসবোধ, মমত্ববোধ ও মানবিকতার ছাপ স্পষ্ট ছিল, যা সামাজিক যোগাযোগমাধ্যমে শত কোটিরও বেশি বার দেখা হয়েছে।

ইউটিউবের অসংখ্য ভিডিওতে দেখা যেত, আদালতে হাজির ব্যক্তিদের গল্প মনোযোগ দিয়ে শুনছেন ক্যাপ্রিও। অনেক সময় শিশুদের বিচারকের আসনে বসিয়ে তাদের বাবা-মায়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলতেন। তিনি বিশ্বাস করতেন, আইন সবার জন্য সমান হলেও বাস্তবে নিম্ন আয়ের অসংখ্য মানুষ আইনি সহায়তা থেকে বঞ্চিত হন।

রোড আইল্যান্ডের গভর্নর ড্যান ম্যাককি এক শোকবার্তায় বলেন, ‘বিচারক ক্যাপ্রিও শুধু জনগণের সেবাই করেননি, তিনি বিচারকের আসনে মানবতার এক অসাধারণ প্রতীক ছিলেন।’ প্রায় চার দশক দায়িত্ব পালনের পর ২০২৩ সালে অবসর নেন ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও। তার দৃঢ় বিশ্বাস ছিল—ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব দয়া, ন্যায্যতা ও সহানুভূতির মাধ্যমে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top