মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :
বাংলাদেশের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতা সংগঠন বিডি ক্লিন আজ তাদের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে একযোগে ৯ ঘণ্টায় ৯০০টি ময়লার ভাগাড় পরিষ্কার করে নতুন ইতিহাস গড়ছে সংগঠনটি।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২২ আগস্ট) দীঘিনালা উপজেলা টিমও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। এদিন তারা উপজেলার দুটি গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার করেন—
১. উপজেলা নির্বাচন অফিস
২. বাদল টিলা এলাকা।
উপজেলা সমন্বয়ক মেহেদী হোসেন এর চিহ্নিত স্থানে মোট ১৬ জন স্বেচ্ছাসেবী একসাথে কাজ করেন। পরিষ্কার করা জায়গাটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট ও প্রস্থ ২৬ ফুট।
এই সময় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন মো: নজরুল ইসলাম, শিক্ষক, উত্তর কবাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়; উপজেলা সমন্বয়ক মেহেদী হোসেন; উপজেলা লজিস্টিক সমন্বয়কসহ অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, “নবম প্রতিষ্ঠা বার্ষিকীর এই উদ্যোগ শুধু ময়লা পরিষ্কার নয়, এটি একটি প্রতিজ্ঞা—সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার।”বিডি ক্লিন বিশ্বাস করে, পরিচ্ছন্ন সমাজ গঠনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। নতুন প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়তে প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।