মাহফুজুর রহমান, উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড নিজ গ্রামের সংবর্ধিত হলেন চিকিৎসক ডাঃ মশিউর রহমান। তিনি লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞ ডাঃ মশিউর রহমান সম্প্রতি গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জন করেছেন। তার এই কৃতিত্বকে ঘিরে এলাকায় আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়েছে।
এ উপলক্ষে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, হস্তিশুন্ড খোলনা ঈদগাহ মার্কেট ব্যবসায়ী সমিতি, স্থানীয় সমাজকর্মীসহ তার বন্ধু মহল একত্রিত হয়ে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা জানান।
এ সময় বক্তারা বলেন, ডাঃ মশিউর রহমান শুধু হস্তিশুন্ড নয়, তিনি সমগ্র উজিরপুরবাসীর গর্ব। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সমাজকর্মীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী অংশ নেন।
সংবর্ধনা শেষে ডাঃ মশিউর রহমান সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন“এই অর্জন আমার একার নয়, আমার পরিবার, শিক্ষক, সহকর্মী ও গ্রামের মানুষের দোয়া ও সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। আমি চাই চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে।