২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

১৩ বছর পর বাংলাদেশ সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করতে দুদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার সকালে তিনি ঢাকায় আসেন, যা গত ১৩ বছরে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য একটি “গুরুত্বপূর্ণ মাইলফলক” হিসেবে অভিহিত করা হয়েছে। কূটনৈতিক সূত্র অনুযায়ী, এই সফর ঢাকা-ইসলামাবাদের মধ্যে গত দুই দশকের শীতল সম্পর্ককে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার ধারাবাহিকতা। এর আগে গত এপ্রিলে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ ঢাকা সফর করেছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, রোববার ইসহাক দারের মূল বৈঠক হবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে। দুই মন্ত্রী শুরুতে একান্তে এবং পরে প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করার কথা রয়েছে।

বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি এবং নানা পর্যায়ে দুই দেশের লোকজনের চলাচল সুগম করাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনায় থাকবে। এছাড়াও ইসহাক দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকা সফরকালে ইসহাক দার বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনে তার সঙ্গে দেখা করতে যাবেন এবং জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও সাক্ষাতের সম্ভবনা রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর পাকিস্তান দ্বিপক্ষীয় যোগাযোগ সক্রিয় করতে নানা উদ্যোগ নিচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবেই পররাষ্ট্রমন্ত্রীরএই সফরটি বিশেষ ভাবে বিবেচিত হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top