২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা, তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিনিধি:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার প্রদানের নতুন নীতিমালা ঘোষণা করেছেন। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এ ঘোষণা দেন।

নতুন পুরস্কার কাঠামো অনুযায়ী, পিস্তল ও শটগান উদ্ধার করলে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল উদ্ধার করলে ১ লাখ টাকা, এসএমজি উদ্ধার করলে দেড় লাখ টাকা এবং এলএমজি উদ্ধার করলে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়াও প্রতিটি গুলি উদ্ধারের জন্য ৫০০ টাকা পুরস্কার প্রদান করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেন যে তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে।

সভায় তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জনগণকে অনুরোধ করেন, কোথাও কোনো অনিয়ম দেখলে তা জানানোর জন্য। তিনি মজাদারভাবে উল্লেখ করেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর অনেক আত্মীয় স্বজন গজিয়েছে। এ রকম কেউ পরিচয় দিলে জানাতে হবে, রিপোর্ট করতে হবে।”

নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সুষ্ঠুতা মূলত নির্ভর করে জনগণ এবং রাজনৈতিক দলের ওপর। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে যখন সবাই নির্বাচনমুখী হয়ে যাবে, তখন সমস্যা কমে যাবে এবং সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top